আজকের এই ব্লগে বিমানে টয়লেট ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। তাই আপনি যদি প্রথমবার বিমানে ট্রাভেল করে থাকেন এবং বিমানের টয়লেট কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে না জেনে থাকেন তাহলে এখান থেকে জেনে নিন। এখানে বিমানে টয়লেট ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন - বিমানের টিকিটের তারিখ পরিবর্তন খরচ | বিমানের টিকিট বাতিল করার নিয়ম
বিমানের টেক-অফ এবং ল্যান্ডিং এর সময় আপনাকে সিটবেল্ট পরে সিটে বসতে হবে। তাই আপনি ওই সময় টয়লেট ব্যবহার করতে পারবেন না। সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনার বিমানের সিটের মাথার উপরে চিহ্ন বা সংকেত গুলি সবুজ বা লাল আছে কিনা। যদি সবুজ সংকেত দেখতে পান তাহলে আপনি সিট থেকে উঠতে পারবেন। এবং যদি লাল সিগনাল থাকে তাহলে আপনাকে সিটে বসে থাকতে হবে। এবং যখন মাথার উপরের সংকেত টি সবুজ হয়ে গেছে দেখবেন তখন আপনি আপনার সিট থেকে উঠে টয়লেটে যেতে পারবেন।
বিমানে টয়লেট ব্যবহারের নিয়ম
বিমানের টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম নিচে দেওয়া হল -বিমানের টেক-অফ এবং ল্যান্ডিং এর সময় আপনাকে সিটবেল্ট পরে সিটে বসতে হবে। তাই আপনি ওই সময় টয়লেট ব্যবহার করতে পারবেন না। সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনার বিমানের সিটের মাথার উপরে চিহ্ন বা সংকেত গুলি সবুজ বা লাল আছে কিনা। যদি সবুজ সংকেত দেখতে পান তাহলে আপনি সিট থেকে উঠতে পারবেন। এবং যদি লাল সিগনাল থাকে তাহলে আপনাকে সিটে বসে থাকতে হবে। এবং যখন মাথার উপরের সংকেত টি সবুজ হয়ে গেছে দেখবেন তখন আপনি আপনার সিট থেকে উঠে টয়লেটে যেতে পারবেন।
টয়লেট এর সিগন্যাল দেখুন -
বিমানের টয়লেট ব্যবহার করার জন্য আপনাকে টয়লেটের দরজার সামনে যেতে হবে।এবং টয়লেটের দরজার সামনে এসে যদি লাল সিগনাল দেখেন তাহলে বুঝে নেবেন টয়লেটের ভেতরে কেউ আছে। তাই আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং যদি টয়লেটের মধ্যে সবুজ সিগনাল দেখায় তাহলে বুঝে নেবেন টয়লেটে কেউ নেই আপনি এখন টয়লেট ব্যবহার করতে পারবেন।
যদি Occupied লেখা দেখায়, তাহলে অপেক্ষা করুন। এবং Vacant লেখাটি দেখালে বুজবেন খালি আছে।
এবং টয়লেটে ভেতরে প্রবেশ করার পর দরজাটি লক করে নিবেন। যাতে অন্য কেউ ভুলবশত ঢুকে না পড়ে।
টয়লেটে বসার আগে টয়লেট সিট পেপার বিছিয়ে নেওয়া ভালো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।কমোডের আশেপাশেই আপনারা টয়লেট সিট পেপার পেয়ে যাবেন, সেটা খুলে ভালোভাবে টয়লেটের উপর পেতে আপনি বসতে পারেন।
তবে মনে রাখবেন - আপনি যদি কোন কারণবশত টয়লেটের মধ্যে আটকে যান, বা লক খুলে বের হতে না পারেন। তাহলে আপনি টয়লেটের মধ্যে একটি ইমার্জেন্সি সুইচ আছে ওটা চাপতে পারেন। সুইচটা চাপার সঙ্গে সঙ্গে একজন এয়ার হোস্টেস আপনাকে সাহায্য করতে ছুটে আসবে।
বিমানের টয়লেট ব্যবহার করার জন্য আপনাকে টয়লেটের দরজার সামনে যেতে হবে।এবং টয়লেটের দরজার সামনে এসে যদি লাল সিগনাল দেখেন তাহলে বুঝে নেবেন টয়লেটের ভেতরে কেউ আছে। তাই আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং যদি টয়লেটের মধ্যে সবুজ সিগনাল দেখায় তাহলে বুঝে নেবেন টয়লেটে কেউ নেই আপনি এখন টয়লেট ব্যবহার করতে পারবেন।
যদি Occupied লেখা দেখায়, তাহলে অপেক্ষা করুন। এবং Vacant লেখাটি দেখালে বুজবেন খালি আছে।
বিমানের টয়লেটের দরজা কিভাবে খুলতে হয়
বিমানের টয়লেটের ভিতরে ঢোকার জন্য দরজাটি ঠিক মাঝ বরাবর অংশে ঠেলা দিয়ে খুলবেন। এবং কিছু বিমানের দরজা খোলার জন্য সাধারণত দরজার হাতল টি উপরে বা নিচের দিকে টানতে হয়।এবং টয়লেটে ভেতরে প্রবেশ করার পর দরজাটি লক করে নিবেন। যাতে অন্য কেউ ভুলবশত ঢুকে না পড়ে।
বিমানে টয়লেটে বসার নিয়ম
প্রতিটি বিমানে ইংলিশ কমোড দেওয়া থাকে। যা সাধারণত সবার ঘরে থাকে না। তাই এর ব্যবহার অনেক মানুষ জানেন না। এই ইংলিশ কমোড ব্যবহার করার জন্য প্রথমে এর ঢাকনাটি খুলে নিতে হবে।ফ্লাশ করার নিয়ম
বিমানে টয়লেট ব্যবহারের পর অবশ্যই ফ্লাশ করুন। কমোডের আশেপাশে বা দেয়ালে আপনারা একটি ফ্লাশ বাটন পেয়ে যাবেন, সেটাতে চাপ দিয়ে ভালোভাবে ফ্লাশ করবেন।হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা
বিমানের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং টয়লেট ব্যবহারের পর অবশ্যই হাত ধুয়ে নিবেন। এছারাও প্লেনে সাবান, টিস্যু পেপার সবই থাকে তাই টয়লেটের পরে হাত ধুয়ে বের হবেন।এবং টিস্যু পেপার ডাস্টবিনে ফেলবেন, কমোডের ভেতরে বা টয়লেটের আশেপাশে ফেলবেন না।
আরেকটি কথা
বিমানের মধ্যে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আপনি ভুলেও বিমানের টয়লেটে ধূমপান করবেন না। ধূমপান করলেও বিমানে থাকা সেন্সরের মাধ্যমে আপনি ধরা পড়ে যাবেন।
বিমানের মধ্যে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আপনি ভুলেও বিমানের টয়লেটে ধূমপান করবেন না। ধূমপান করলেও বিমানে থাকা সেন্সরের মাধ্যমে আপনি ধরা পড়ে যাবেন।